ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এফ-কমার্সে সফল ফারিয়া

আরটিভি নিউজ

শনিবার, ২৬ আগস্ট ২০২৩ , ০২:৪১ এএম


loading/img
ছবি : সংগৃহীত

তরুণ উদ্যোক্তাদের জন্য ফেসবুক একটি বিশাল প্ল্যাটফর্ম। নারীর ক্ষমতায়নে এই এফ-কমার্স অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। ফলে নিজস্ব ব্র্যান্ড তৈরি করে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়ে উঠছেন নারী উদ্যোক্তারা।

বিজ্ঞাপন

নাসরিন আক্তার ফারিয়া। এফ-কমার্সে এক সফল নারী উদ্যোক্তার নাম। ফারিয়া একাধারে একজন বিউটি অ্যান্ড লাইফস্টাইল ভ্লগার ও ‘ফারিয়াস মিরর’ এর প্রতিষ্ঠাতা।

তার এই পেইজে রয়েছে এক মিলিয়নেরও বেশি নারী ফলোয়ার। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ এবং বাংলাদেশের অনলাইন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি উল্লেখযোগ্য নাম।

বিজ্ঞাপন

পাশাপাশি ফারিয়া ‘ডিভাইন ডিভাস’ এবং ‘মেকআপ ব্লসম বাই ফারিয়া’ নামে দুটি গ্রুপ পরিচালনা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের ‘ব্র্যান্ড মিনিস্টার’ এবং ‘ব্র্যান্ড প্রমোটার’ হিসাবে কাজ করছেন তিনি।

ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী ফারিয়া। সংসারের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এগিয়ে যাবার প্রত্যয়ে সেন্ট্রল উইমেন্স কলেজের লোন রেঞ্জার অফ কমার্স অর্গানাইজেশনে যোগ দেন।

বিজ্ঞাপন

বর্তমানে, কয়েকটি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। দেশের জনপ্রিয় পোশাক কোম্পানির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তৈরি করছেন দামি পাথরের গয়না। ফারিয়া গত বছরে বিখ্যাত কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডসহ বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

নারী শক্তির উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কাজ করছেন তিনি। দেশের সামগ্রিক অনলাইন ব্যবসা উন্নতির জন্য কাজ করতে চান তিনি।

ফারিয়া মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম নারীদের শক্তিশালী করে তুলছে। ভবিষ্যতে ব্যবসা প্রসারে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার জরুরি৷ প্রতিভার বিকাশ ও সফল হতে হলে ইন্টারনেট ভিত্তিক সংযোগ বৃদ্ধি করা উচিত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |