সম্প্রতি ‘খালেদ মহিউদ্দিনের টকশোতে তারেক রহমানকে ধুয়ে দিলেন পিনাকী’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
বিষয়টি নিয়ে রিউমর স্ক্যানার টিমের দাবি তারেক রহমানকে উদ্দেশ্য করে পিনাকী ভট্টাচার্যের মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং, ভিন্ন ভিন্ন তিনটি ভিডিও ক্লিপ একসাথে যুক্ত করে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধান চালালে দেয়া যায়, ভিডিওতে প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রবাসী সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের ওই ভিডিও ক্লিপে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশো ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’-এর পর্বের চিত্র বলে ইঙ্গিত করা হয়েছে।
উল্লিখিত তথ্যের সূত্রে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশো ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ এর ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় অতিথি হিসেবে তারেক রহমান ও পিনাকী ভট্টাচার্যের যৌথ উপস্থিতিতে কোনো পর্বের ভিডিও খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি খালেদ মুহিউদ্দীনের টকশো ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ এর কোনো পর্বের নয়।
পরবর্তীতে, পিনাকী ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলে গত ০১ ফেব্রুয়ারি ‘২০২৬ বিএনপির জন্য দুঃস্বপ্ন || বাংলাদেশের জন্য বিপর্যয় !!’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওতে থাকা পিনাকী ভট্টাচার্যের ভিডিও ক্লিপের অংশটির মিল রয়েছে।
প্রচারিত ভিডিওটির শুরু থেকে তিন মিনিট ৫৫ সেকেন্ড পর্যন্ত অংশে উক্ত ভিডিওটির ২৩ মিনিট ৩০ সেকেন্ড থেকে শেষ পর্যন্ত অংশটি ব্যবহার করা হয়েছে, এরপর বাকি অংশে উক্ত মূল ভিডিওটির শুরুর ৫৫ সেকেন্ড থেকে ১৫ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত ব্যবহার করা হয়েছে।
ভিডিওটি থেকে জানা যায়, সেখানে পিনাকী ভট্টাচার্য তার একক উপস্থিতিতে সাম্প্রতিককালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতৃস্থানীয় ব্যক্তিদের পদক্ষেপ ও দলটির তৃণমূল কর্মীদের কার্যকলাপ নিয়ে কথা বলেছেন এবং দলটির ভবিষ্যৎ নিয়ে মতামত প্রকাশ করেছেন।
অর্থাৎ, পিনাকী ভট্টাচার্যের একক ভিডিওর একটি ক্লিপ এবং তারেক রহমান ও খালেদ মুহিউদ্দীনের দুটি ভিন্ন অডিও বিহীন ভিডিও ক্লিপ যুক্ত করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
খালেদ মুহিউদ্দীনের টকশোতে তারেক রহমানকে উদ্দেশ্য করে পিনাকী ভট্টাচার্যের মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া ও বানোয়াট বলে মন্তব্য করে রিউমর স্ক্যানার টিম।
আরটিভি/এএইচ