ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ভারতীয় সৈন্যরা কাশ্মীর ছেড়ে পালাচ্ছে দাবিতে ভিডিও, যা জানা গেল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৯:০০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সম্প্রতি, ‘আলহামদুলিল্লাহ! ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ছেড়ে পালাচ্ছে ভারতীয় সৈন্যরা, এবার উগ্রবাদী… খোরদের ছাড় দেওয়া হবে না’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে এ তথ্য সঠিক নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

বিজ্ঞাপন

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান পাক-ভারত সংঘাতে কাশ্মীর ছেড়ে ভারতীয় সৈন্যদের পালানোর দৃশ্য নয় বরং, ২০২০ সালে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে ধারণ করা ভিডিওকে সাম্প্রতিক সময়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

44

বিজ্ঞাপন

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিও থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে Carmel Dangor নামক এক্স একাউন্টে (সাবেক টুইটার) ২০২০ সালের ৫ ফেব্রুয়ারিতে ‘אזור רמאללה, הבוקר’ (হিব্রু ভাষা) শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ওই পোস্ট থেকে জানা যায়, এটি রামাল্লাহর সকালের দৃশ্য। রামাল্লাহ হচ্ছে পশ্চিম তীরের মধ্যভাগে অবস্থিত একটি ফিলিস্তিনি শহর।

এ ছাড়া ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি Volunteers for the besieged Gaza নামক একটি ফেসবুকে পেজে অনুরূপ ভিডিও খুঁজে পাওয়া যায়। সে সময় আন্দোলন চলাকালীন বেশ কয়েকটি দৃশ্যের মধ্যে আলোচিত ভিডিওটির খণ্ডাংশ দেখতে পাওয়া যায়।

বিজ্ঞাপন

5

বিজ্ঞাপন

এ থেকে পরিষ্কার যে এটি সাম্প্রতিক সময়ে চলমান পাকিস্তান-ভারত সংঘাতে ধারণ করা কোনো দৃশ্য নয়।

সুতরাং পাকিস্তান-ভারত সংঘাতে ভারতীয় সেনা সদস্যরা কাশ্মীর ছেড়ে পালাচ্ছে দাবিতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দৃশ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |