ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

হানি ট্র্যাপ মামলায় কীর্তি প্যাটেল গ্রেপ্তার, হাতিয়ে নেন কোটি কোটি টাকা

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০১:৫৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কোটির বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে হানি ট্র্যাপ মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন ভারতীয় ইনফ্লুয়েন্সার কীর্তি প্যাটেল। গত বছরের ২ জুন এক নির্মাতাকে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে। দীর্ঘ ১০ মাস পলাতক থাকার পর বুধবার (১৯ জুন) তাকে গ্রেপ্তার করে আহমেদাবাদ পুলিশ।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে ১৩ লাখ অনুসারী থাকা কীর্তি বিভিন্ন সময় লোকেশন, ফোন নম্বর ও আইপি ঠিকানা বদলে পুলিশের চোখ এড়িয়ে চলেন। পুলিশ জানায়, তাকে ধরতে ইনস্টাগ্রামের সহায়তাও নিতে হয়েছে।   

আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নেওয়া হয় এই পদক্ষেপ। পুলিশ বলছে, কীর্তি একটি সুপরিকল্পিত চক্রের অংশ হয়ে কাজ করতেন এবং আরও ভুক্তভোগীর খোঁজ চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |