ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

অনলাইনে ছড়িয়ে পড়া ব্যক্তিগত দৃশ্য কি এনসিপি নেত্রী শ্যামা দেবের?

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০২:০৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

‘২৪ এর লাল যোদ্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট এর মুখ্য সংগঠক অর্পিতা শ্যামা দেব কট’ শীর্ষক ক্যাপশনে একটি ব্যক্তিগত দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়েছে, ব্যক্তিগত উক্ত দৃশ্যটি বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেবের।

বিজ্ঞাপন

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেবের ব্যক্তিগত দৃশ্য দাবিতে প্রচারিত দৃশ্যটি অর্পিতা শ্যামা দেবের নয়, বরং অনলাইনে অ্যাডাল্ট ওয়েবসাইটে বিদ্যমান ভিন্ন এক নারীর ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ভিডিওটি অর্পিতা শ্যামা দেবের দাবিতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

ppp-

প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারী ও অর্পিতা শ্যামা দেবের মুখমন্ডলের তুলনা করলেও বৈসাদৃশ্য দেখা যায় এবং নিশ্চিত হওয়া যায় যে দুজন আলাদা ব্যক্তি।

সুতরাং, অনলাইনে অ্যাডাল্ট ওয়েবসাইটে বিদ্যমান ভিন্ন এক নারীর ভিডিও বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেবের ব্যক্তিগত দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

বিজ্ঞাপন

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |