ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এনসিপি নেত্রীর ভিডিও দাবি করে ভারতীয় মডেলের ভিডিও প্রচার

আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৭:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথনের একটি অডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের একটি অংশ অডিওর নারী কণ্ঠটি দলটির আরেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনের বলে দাবি করেন। যদিও ছড়িয়ে পড়া ঐ অডিওর নারী কণ্ঠটি তাজনূভা জাবীনের নয়।

বিজ্ঞাপন

এদিকে তাজনূভা জাবীন অডিওর নারী কণ্ঠটি তার নয় একাধিক পোস্টে জানিয়েছেন। এর প্রেক্ষিতে সম্প্রতি, তাজনূভা জাবীনের সারোয়ার তুষারকে ব্যক্তিগতভাবে পাঠানো ভিডিও দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে।

রোববার (২২ জুন) রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত এডাল্ট ভিডিওটি তাজনূভা জাবীনের নয় বরং এটি লাভলি ঘোষ নামের ভারতীয় একজন মডেলের ভিডিওটি। 

বিজ্ঞাপন

অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে call_me_sherni ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ২৭ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। এ ছাড়াও উক্ত অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে একই স্থানে ও একই পোশাকে এই নারীর আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে স্পষ্টভাবে তার চেহারা বোঝা যায়। যার সাঙ্গে তাজনূভা জাবীনের চেহারার কোনো মিল নেই।

পরবর্তীতে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনার মাধ্যমে জানা যায়, ভিডিওর নারীর নাম লাভলী ঘোষ। তিনি একজন মডেল। পাশাপাশি তার অ্যাকাউন্টে প্রচারিত একাধিক ভিডিওর ভাষা পর্যালোচনার মাধ্যমে জানা যায়, তিনি একজন ভারতীয়। 

বিজ্ঞাপন

সুতরাং, তাজনূভা জাবীনের এডাল্ট ভিডিও দাবিতে ভারতীয় মডেলের ভিডিও প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |