বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চল ও ঢাকার মধ্যে যাতায়াতের সময় কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। তবে, যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে রাজধানীর প্রবেশপথগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হতে পারে বলেও শঙ্কা রয়েছে। তবে যানজট নিরসেন এরইমধ্যে পদ্মার দুই পাড়ে গড়ে তোলা হচ্ছে পরিকল্পিত সড়ক নেটওয়ার্ক।
তথ্য মতে, ঢাকাকে এড়িয়ে চলতে ঢাকা বাইপাস, ডেমরা যাত্রাবাড়ি ৬ লেন সড়ক ও ১২ লেনের গাবতলি আমিন বাজার ব্রিজের মত বেশ কয়েকটি প্রকল্পের নির্মাণ কাজ চলছে। তবে পদ্মাসেতু থেকে রাজধানীর প্রবেশমুখগুলোতে যানজট মুক্ত চলাচল নিশ্চিত করাটায় এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকেই।
পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. সামছুল হক জানান, পদ্মাসেতুর সঙ্গে সারাদেশের সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার যে পরিকল্পনা করেছে তা দ্রুত বাস্তবায়ন করা দরকার।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান বলছেন, পদ্মাসেতুর থেকে রাজধানীমুখী পরিবহনগুলো যাতে প্রবেশমুখে আটকে থাকতে না হয় সেজন্য বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে। সে অনুযায়ী কাজ চলছে। কিছু সড়কের কাজ শেষ হয়েছে, কিছু শেষের দিকে। তাছাড়া বিকল্প সড়কের ব্যবস্থাতো আছেই। আশা করছি তেমন একটা যানজট হবে না।
এদিকে ঢাকা বাইপাস, ডেমরা-যাত্রাবাড়ি ৬ লেনের কাজ দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানায় সড়ক বিভাগ।