ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে জমে উঠছে ঈদের কেনাকাটা

তানজিনা তাসনীম

শনিবার, ০৮ মার্চ ২০২৫ , ১০:০৩ পিএম


রমজানের আগে থেকেই রাজধানীর বিভিন্ন শপিংমল ও বিপণিবিতানগুলোতে বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। তবে, ঈদের কেনাকাটা রোজা শুরুর পর থেকে ধীরে ধীরে জমতে শুরু করেছে। 

বিজ্ঞাপন

রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ছোটদের পোশাক দিয়ে কেনাকাটা শুরু করছেন বাবা-মায়েরা। আর সে জন্য ছোটদের পোশাকের পসরা আগে সাজিয়ে রাখেন ফ্যাশন ব্র্যান্ডগুলো। ছোট-বড় সব ব্র্যান্ডই ছোটদের জন্য জমকালো নকশা আর বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক নিয়ে এসেছে।

হাজারো ডিজাইন ও কালারের মাঝে নিজের পছন্দ অনুযায়ী পোশাক বেছে নিচ্ছে শিশুরা। চাহিদার সঙ্গে পছন্দমতো বাচ্চাদের জন্য পাঞ্জাবি ও শার্ট কিনছেন অভিভাবকরা। 

বিজ্ঞাপন

ঈদ বাজারে এবার শিশুদের পণ্যে দখল করে রেখেছে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, টিশার্ট, প্যান্ট, কাবলি সেট। তবে, ঈদ এবার গরমে হওয়ায় সুতি কাপড়ের পোশাকের চাহিদা একটু বেশি। সুতির পাশাপাশি লিলেন, কটন, সিল্ক, অ্যান্ডি সিল্ক কাপড়ে তৈরি বিভিন্ন পোশাকও রয়েছে।  শিশুদের কাপড়ের দাম এবার বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা।

এদিকে, মেয়েদের পোশাকের মতো ছেলেদের পোশাকের ডিজাইনেও এসেছে পরিবর্তন। আর পণ্যের ভিন্নতায় দামের মাত্রায়ও রয়েছে কম-বেশি।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |