দেশের বেসকরকারি বিশ্ববিদ্যালগুলো নিজস্ব ক্যাম্পাসে না যাওয়াসহ অন্য সমস্যা খুঁজে বের করতে ৪ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। জনালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অফিসে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকারি সিদ্ধান্তের পরও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পসে যায়নি। কেন তারা এখনও স্থায়ী ক্যাম্পাসে যায়নি তা খুঁজে বের করতেই এ কমিটি করা হয়েছে।
গঠিত চার সদস্যের কমিটির প্রধান করা হয়েছে ইউজিসির সদস্য অধ্যাপক আকতার হোসেনকে। অন্য সদস্যরা হলেন ইউজিসির সদস্য এ কে এম শাহনেওয়াজ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আবুল হাসান চৌধুরী, ইউজিসির উপপরিচালক জেসমিন পারভীন।
শিক্ষামন্ত্রী বলেন, কমিটি আসছে ৩০ জুনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে। তবে এর আগেও তারা জরুরি ভিত্তিতে সুপারিশ করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি তার ভিত্তিতে ব্যবস্থা নেবে।
তিনি বলেন, আমাদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করা নয়। আমরা চাই এগুলো আরও ভালোভাবে চলুক। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে সমস্যা রয়েছে। সেগুলোর কারণ খুঁজে বের করতে কমিটি করা হয়েছে।
নিজস্ব ক্যাম্পাসে যেতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গেলো ৬ বছরে চার দফায় সময় দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুসারে নিজস্ব ক্যাম্পাসে গেছে ১২টি বিশ্ববিদ্যালয়। কিন্তু পুরনো ৫১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৯টি এখনও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি। তবে কেউ কেউ আংশিক স্থানান্তর করেছে। আবার কেউ কেউ জমি কিনে নকশা করেছে।
এইচটি/এমকে