• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

যৌন সহিংসতার বিরুদ্ধে সাকিবের ‘জিরো টলারেন্স’ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২০, ১৩:৫৩

ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন হয়রানি নিয়ে দেশজুড়ে চলছে মানববন্ধন ও প্রতিবাদ। বিগত কয়েক দিনে দেশে অনেক স্পর্শকাতর ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় বইছে প্রতিবাদের ঝড়। ধর্ষকদের ফাঁসি কিংবা দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন সবাই। তবে এবার প্রতিবাদে যোগ দিলেন সাকিব আল হাসান।

ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার দুপুরে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। সাকিব লেখেন, চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি। এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে।

মহান মুক্তিযুদ্ধের মতো অধিকার আদায়ের আন্দোলনে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সাকিব বলেন, ‘একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।’

সবাইকে এক কাতারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে বলেছেন সাকিব।

তিনি বলেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই়, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’

হ্যাশট্যাগে সাকিব লেখেন, যৌন সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

জিএ/ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের হতশ্রী ব্যাটিং, টানা দুই হারে বিদায় বাংলা টাইগার্সের
সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ছাত্রদল: নাসির উদ্দীন
ওমরাহ শেষে নতুন মিশনের প্রস্তুতি নিচ্ছেন সাকিব
ওমরাহ পালন করতে সৌদিতে সাকিব