উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর লড়াইয়ে প্রথম জয়ের স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ। ৩-১ ব্যবধানে ইন্টারন্যাজিওনালকে হারিয়েছে জিনেদিন জিদানের দল।
শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে লড়তে থাকে উভয় দল। প্রতিপক্ষের রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ২৫ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস। পিছিয়ে পড়ে পাল্টা আক্রমণে রিয়াল সীমান্তে কাঁপন ধরায় ইন্টার। ৩৫ মিনিটে মার্টিনেস ও ৬৮ মিনিটে প্যারিসিচের গোলে সমতায় ফেরে তারা।
আবারও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে প্রথম ম্যাচে হার ও দ্বিতীয় ম্যাচে ড্র করা রিয়াল মাদ্রিদ। তবে ৮০ মিনিটে গোল করে রিয়ালকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন বদলি হিশেবে নামা রদ্রিগো।
অপরম্যাচে আটালান্টাকে ৫ গোলে ভাসিয়েছে লিভারপুল। স্লাজবার্গের বিপক্ষে ৬-২ ব্যবধানে জিতেছে বায়ার্ন মিউনিখ। অলিম্পিয়াকোসকে ৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর অ্যাতলেটিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লোকোমটিভ মস্কো।
পি