ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন মন্ত্রিসভায়

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২০ মার্চ ২০১৭ , ০৬:০৪ পিএম


loading/img

শততম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানালো মন্ত্রিসভা।

বিজ্ঞাপন

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈঠকের শুরুতে মন্ত্রিসভা কলম্বোয় শততম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  জয়ী হওয়ায় সর্বসম্মতিক্রমে অভিনন্দন প্রস্তাব গ্রহণ করে।

কলম্বোর পি সারা ওভালে ঐতিহাসিক টেস্টে শেষ ও পঞ্চম দিনে ৪ উইকেটের জয় পায় মুশফিকবাহিনী। এ সুবাদে চতুর্থ দেশ হিসেবে শততম টেস্ট জেতার বিরল কীর্তি গড়ে টাইগাররা। ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিরও এ কৃতিত্ব নেই।

এর আগে নিজেদের শততম টেস্টে জয় পায় বিশ্ব ক্রিকেটের ৩ পরাশক্তি-অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |