আন্তরিকতার সঙ্গে স্মরণ করছি শ্রীলঙ্কান ক্রিকেটকে। মৃত্যু : ১৯ মার্চ, ২০১৭, স্থান : পি সারা ওভাল। এ মৃত্যুতে তার সব শুভানুধ্যায়ী গভীরভাবে শোকাহত। আর. আই. পি. (রেস্ট ইন পিস) অর্থািৎ শান্তিতে ঘুমান। পুনশ্চ মৃতদেহ দাহ করা হবে ও ছাই পাঠানো হবে বাংলাদেশে।
শ্রীলঙ্কার ইংরেজি পত্রিকা দ্য আইল্যান্ড’র ওয়েবসাইটে প্রকাশিত ‘এপিটাফ’ এ কথাগুলো বলা হয়েছে। ১৮৮২ সালে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড ৭ রানে হেরে যাবার পর দ্য স্পোর্টিং টাইমসে লেখা রেজিন্যাল্ড ব্রুকসের বিখ্যাত ‘এপিটাফ’র হুবহু অনুকরণ এটি।
ব্রুকস অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের হারকে প্রতীকী মৃত্যু হিসেবে দেখেছিলেন। বাংলাদেশে কাছে দেশটির হারকেও 'শ্রীলঙ্কান ক্রিকেটের ‘মৃত্যু’ মনে করেছে পত্রিকাটি।
১৯ মার্চ ২০১৭ রোববার শ্রীলঙ্কার পি সারা ওভাল স্টেডিয়ামে নিজেদের শততম টেস্টে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ সুবাদে চতুর্থ দেশ হিসেবে শততম টেস্ট জেতার বিরল কীর্তি গড়ে টাইগাররা। ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিরও এ কৃতিত্ব নেই।
এর আগে নিজেদের শততম টেস্টে জয় পায় বিশ্ব ক্রিকেটের ৩ পরাশক্তি-অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
কে/ডিএইচ