সমকালের সিনিয়র রিপোর্টার ইন্দ্রজিৎ সরকার ও চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার মুরসালিন বাবলার ওপর বাস শ্রমিকদের হামলার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম।
বিজ্ঞাপন
সিটিং সার্ভিস বাসের বিরুদ্ধে অভিযানের সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত থাকলেও হামলাকারি বাস শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানান সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা দোষী বাস ড্রাইভার ও হেলপারের শাস্তির দাবি জানান।
বিজ্ঞাপন
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেন।
কর্মস্থলে নিরাপদ পরিবেশের দাবি জানান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসজে