ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

দুর্যোগের ২৬ বছর, এখনো অরক্ষিত উপকূল (ভিডিও)

সাইফুর রহিম শাহীন, কক্সবাজার প্রতিনিধি

শনিবার, ২৯ এপ্রিল ২০১৭ , ০৩:৫৭ পিএম


loading/img

আজ ২৯ এপ্রিল, উপকূলবাসীর স্বজন হারানোর দিন। ১৯৯১ সালের এইদিন রাতে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় কক্সবাজারের উপকূলীয় এলাকা।

বিজ্ঞাপন

এ রাতে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়াসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যায়, প্রলয়ংকরি ঘূর্ণিঝড় ও অন্তত ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। বানের তোড়ে খড়-কুটোর মতো ভেসে যায়, মানুষ, ঘরবাড়ি, গবাদি পশু।

নিহত হয় প্রায় ২ লাখ মানুষ আর নিখোঁজ থাকে অন্তত ১ লাখ। ভয়ংকর সেই কালোরাতের কথা মনে পড়লে এখনো আঁতকে ওঠেন উপকূলবাসী।

বিজ্ঞাপন

মহা এই দুর্যোগের ২৬ বছর পেরিয়ে গেলেও এখনো সুরক্ষিত নয়, সমুদ্র উপকূল। বঙ্গোপসাগরের বুক থেকে আরেকটি জোয়ার যদি ছোবল হানে এই জনপদে তবে আবারো ভেসে যাবে অসংখ্য জীবন।

কারণ, উপকূলের বেশিরভাগ বেড়িবাঁধই এখনো ঝুঁকিপূর্ণ এবং সেখানে এখনো নির্মিত হয়নি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার।

তবে এখন স্থানীয়দের দাবি, উপকূলজুড়ে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ আর পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণের।

বিজ্ঞাপন

 

 

আরকে / এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |