ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

চেজ-হোল্ডারে উদ্ধার ওয়েস্ট ইন্ডিজ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০১ মে ২০১৭ , ১০:৫২ এএম


loading/img

রোস্টন চেজের সেঞ্চুরি ও অধিনায়ক জেসন হোল্ডারের হাফসেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বিপর্যয় এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ২৮৬ রানে দিন পার করেছে ক্যারিবীয়রা।

বিজ্ঞাপন

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলারদের তোপে পড়েন স্বাগতিক ব্যাটসম্যানরা। দলীয় ১২ রানে মোহাম্মদ আমিরের বলে সরফরাজ আহমেদের ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ক্রেইগ ব্র্যাথওয়েট। দলীয় স্কোর বোর্ডে আর ১ রান যোগ হতেই মোহাম্মদ আব্বাসের বলে আজহার আলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শিমরন হেটমায়্যার। এর মধ্য দিয়ে প্রাথমিক চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

এ পরিস্থিতিতেই ইয়াসির শাহ’র বলে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শাই হোপ।

বিজ্ঞাপন

এরপর রোস্টন চেজকে নিয়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন কাইরন পাওয়েল। তবে সেই যাত্রায় থেমে যান পাওয়েল নিজেই। ১০২ রানে আমিরের বলে এলবিডব্লিউ’র শিকার হয়ে ফেরেন তিনি। এর কিছুক্ষণ পরেই মোহাম্মদ আব্বাসের বলে ইউনিস খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভিশল সিং।

দলীয় ১৫৪ রানে অভিষিক্ত শাদাব খানের বলে ইউনিস খানের হাতে শেন ডরউইচ ফিরলে ৬ উইকেট হারিয়ে একেবারে খাদে পড়ে ক্যারিবীয়রা। তবে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৩২ রানের জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন রোস্টন চেজ ও জেসন হোল্ডার। রোস্টন চেজ সেঞ্চুরি ও জেসন হোল্ডার তুলে নেন হাফ সেঞ্চুরি। চেজ ১৩১ ও হোল্ডার ৫৮ রানে অপরাজিত আছেন।

রাত ৮টায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |