ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

প্রকাশ্যে এলো সাকিব-শিশিরের ছেলের ছবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৭ জুলাই ২০২১ , ০২:২৯ পিএম


loading/img
স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সাকিব আল হাসান

সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃতীয় সন্তানের ছবি প্রকাশ করলেন বাংলাদেশ দলের তারকা সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। 

বিজ্ঞাপন

চলতি বছরের ১৫ মার্চ শিশিরের কোলজুড়ে আসে প্রথম ছেলে সন্তান। তার নাম রাখা হয় এইজাহ আল হাসান।

শনিবার (১৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুরে ফেসবুকে পোস্ট দিয়ে সাকিবের স্ত্রী লিখেন, ‘সবার সঙ্গে এইজাহকে পরিচয় করিয়ে দিচ্ছি। সবাই তার জন্য দোয়া করবেন। মাশআল্লাহ। আলহামদুলিল্লাহ।’

বিজ্ঞাপন

তার কিছুক্ষণ পর একই ছবি শেয়ার করেন সাকিব। ক্যাপশনে লিখা আছে, ‘আমার ছেলে। সবাই দোয়া করবেন।’

এর আগে ২০২০ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন ইরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলাইনা হাসানের জন্ম ২০১৫ সালে। ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন সাকিব ও শিশির।

বিজ্ঞাপন

তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে বর্তমানে ক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে অবস্থান করছেন শিশির। অন্যদিকে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন সাকিব।

সফরের একমাত্র টেস্ট ম্যাচে ২২০ রানের জয় পায় টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের জয় তুলেছে লাল-সবুজরা। ওই ম্যাচে মাত্র ৩০ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান।

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |