ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়

আরটিভি অনলাইন রিপোর্ট, যশোর

মঙ্গলবার, ০৯ মে ২০১৭ , ০৯:০৮ পিএম


loading/img

যশোর-ঝিনাইদহ সড়কে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়ে দাঁড়িয়েছে। এছাড়া আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩৫ জনকে।

বিজ্ঞাপন

নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা এলাকার তারাপদ বিশ্বাসের ছেলে রামপ্রসাদ(৪০), যশোর সদরের লোকমান হোসেনের মেয়ে রিজিয়া বেগম(৪০), মাগুরা রামচন্দ্রপুর গ্রামের অরবিন্দু রায়(৫২) ও তার স্ত্রী ইতিরাণী রায়(৪২)।

মঙ্গলবার দুপুরে যশোরে খুলনা-কুষ্টিয়া রুটে চলাচলকারী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে অন্তত পাঁচজন নিহত হন। সন্ধ্যা ৭টা পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছয়ে দাঁড়ায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা জানান, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৪৫ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৭-৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে ২৩ জনের নাম-ঠিকানা জানা গেছে। তারা হলেন, যশোর শহরের শংকরপুর এলাকার সাব্বির, সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের নিখিল, আব্দুল্লাহপুর গ্রামের ফরিদা, ফতেপুর গ্রামের অরবিন্দু, রাজারহাট গ্রামের শরিফুল, ঝিনাইদহের কাজী ফরিদ, শহিদুল, রাশেদুল, রাহিদ রেজা, তরিকুল ইসলাম, কালীগঞ্জের সোহেল রানা, বারবাজার এলাকার বীথিমণি, ঈশ্বরদী এলাকার আমির, রঞ্জু, মাগুরার মিনহাজুল, সিরাজুল ইসলাম, কুষ্টিয়ার আঙ্গুরা, আব্দুর রহিম, চান্দু, শাহআলম, মুক্তা, সিরাজুল ও দীপ্ত আলম।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, দুর্ঘটনায় আহত কমপক্ষে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের হাত-পা-মুখমণ্ডলে আঘাত লেগেছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট পিযুষ কান্তি ভট্টাচার্য, যশোর পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাজেদুল ইসলাম খান, পুলিশ সুপার আনিসুর রহমান রোগীদের খোঁজ খবর নিতে হাসপাতাল ছুটে যান।

কে/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |