ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

মিসবাহ-ইউনিসের প্রশংসায় ক্রিকেটবোদ্ধারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৫ মে ২০১৭ , ০২:৪৪ পিএম


loading/img

রাজকীয়ভাবে নিজেদের ক্রিকেট ক্যারিয়ার শেষ করলেন মিসবাহ-উল-হক ও ইউনিস খান। ২০০৯ ও ২০১০ সালে সন্ত্রাসী হামলা-স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাকিস্তান ক্রিকেট যখন ধুকছে, ঠিক তখন দলের দায়িত্বভার নেন মিসবাহ। এরপর শক্ত হাতে ধরেন দলের হাল। এতে জোরালো সমর্থন দেন ইউনিস। দুজনের সাহচর্যে দেশটির ক্রিকেট ‍ফিরে পায় প্রাণ। এত ঝুঁকি-ঝামেলার পরও তাদের কল্যাণে ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে এক নম্বর দল হয় পাকিস্তান। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজও জিতেছে তারা।     

বিজ্ঞাপন

এজন্য তাদের আজীবন স্মরণ করবে পাকিস্তান। শুধু দেশটি নয়, দু’কিংবদন্তিকে স্মরণ করবে গোটা বিশ্বই। এমনই মন্তব্য করে দু’মহারথিকে প্রশংসায় ভাসিয়েছেন দেশ-বিদেশের ক্রিকেট বোদ্ধারা।

ভিডি বার্তায় পাকিস্তানের বিখ্যাত ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক রমিজ রাজা বলেন, ক্রিকেটে অনন্য অবদান রাখায় তাদের আজীবন স্মরণ করবে পাকিস্তান। তারা সরে যাওয়ায় দেশের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। আমি পারসোনালি মিসবাহ-ইউনিসকে মিস করব। তাদের পরিবারের জন্য শুভকামনা।

বিজ্ঞাপন

দুসরার উদ্ভাবক ও জাদুকরী স্পিনার সাকলায়েন মুশতাক বলেন, পুরো জাতি তাদের জন্য গর্বিত। তারা পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি।

সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি টুইট বার্তায় লিখেছেন, তাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা। দেশের ক্রিকেট উন্নয়নে দু’জনকে কাজে লাগাতে পিসিবির প্রতি অনুরোধ করছি।  

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন টুইট বার্তায় জানিয়েছেন, ইউনিস খান ও অধিনায়ক মিসবাহ-উল-হককে ধন্যবাদ জানাচ্ছি। তারা শুধু ভালো ক্রিকেটার নন, ভালো মানুষও।

বিজ্ঞাপন

ভনের সুরে কথা বলেছেন কিংবদন্তি ক্রিকেটার জিওফ বয়কট। টুইটারে তিনি লিখেছেন, হ্যাঁ, হ্যাঁ, মাইকেল ভন! আমি তোমার সঙ্গে একদম একমত। মিসবাহ-ইউনিস পাকিস্তানের গর্ব।

বিজ্ঞাপন

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া লিখেছেন, পাকিস্তান ক্রিকেটে একটি অধ্যায়ের সমাপ্তি  ঘটলো। তাদের অভাব পূরণ করা কঠিন-ই হবে। দ্বিতীয় ইনিংসের জন্য মিসবাহ-ইউনিসকে শুভকামনা।

সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান বোলার ইয়ান বিশপ ধন্যবাদ জানিয়ে মিসবাহ-ইউনিসের উদ্দেশ্যে লিখেছেন, ঐতিহাসিক জয় দিয়ে তাদের অধ্যায়ের সমাপ্তি হলো। তোমাদের জন্য শুভকামনা।

দু’কিংবদন্তি ক্রিকেটারকে বিদায়ী অভিনন্দন জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসিও।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |