ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

গারো তরুণী ধর্ষণ মামলার প্রতিবেদন ৭ জুন

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৭ মে ২০১৭ , ১০:৩৫ এএম


loading/img

ঢাকার বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রতিবেদন দাখিল আসছে ৭ জুন। তদন্ত কর্মকর্তা সময় আবেদন করায় আদালত নতুন এ দিন ঠিক করেন।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম নতুন এ দিন ঠিক করেন। বুধবার এ মামলার প্রতিবেদন দেয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা ফের সময় চেয়ে আবেদন করলে আদালত তা আমলে নিয়ে ৭ জুন প্রতিবেদন দেয়ার আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গেলো বছরের ২৫ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার হাসান উদ্দিন সড়ক থেকে ওই গারো তরুণীকে ডেকে নিয়ে যান রুবেল নামের এক যুবক। পরে প্রাণের ভয় দেখিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন।

বিজ্ঞাপন

ওই ঘটনায় রাফসান হোসেন রুবেলকে প্রধান আসামি করে মামলা করেন ওই তরুণী। গেলো ১১ নভেম্বর বিমানবন্দর স্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় র‌্যাব। কিন্তু দুদিন পর ঢাকার আদালত প্রাঙ্গণে পুলিশের হেফাজত থেকে হাতকড়া নিয়ে পালিয়ে যান এই আসামি। দুদিন পর বাড্ডা এলাকা থেকে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ। 

এরপর আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নেয়া হয়। এরই মধ্যে অভিযোগের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন রুবেল। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এইচটি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |