ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

'ওয়াকারকে টিভি চ্যানেলে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে'

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ০৪:২৯ পিএম


loading/img
সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ১০ উইকেটে হারানো পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন। ভারতের হারের পর ওয়াকার একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ‘‘হিন্দুদের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়ল পাকিস্তান। এই কারণে আমার কাছে এটি সত্যিই স্পেশাল।’’ টিভিতে বলার পরে এই কথা লিখে টুইটও করেন তিনি। 

বিজ্ঞাপন

ওয়াকারের এমন মন্তব্যের পরে শোরগোল পড়ে যায় ক্রিকেট পাড়ায়। কঠোর সমালোচনা করেন ভারতের সাবেক ফাস্ট বোলার বেঙ্কটেশ প্রসাদ ও ধারাভাষ্যকার হর্ষ ভোগলে।


সমালোচনার চাপে ক্ষমা চেয়ে মঙ্গলবার গভীর রাতে টুইট করে ওয়াকার বলেন, ‘মুহূর্তের উত্তেজনায় আমি এমন কিছু বলেছি যা অনেককে আঘাত করেছে। আমি সেটা চাইনি। তার জন্য ক্ষমা চাইছি। আমি ভুল করেছি। কাউকে আঘাত করার ইচ্ছা আমার ছিল না। ধর্ম, বর্ণ নির্বিশেষে খেলা সবাইকে ঐক্যবদ্ধ করে।’

বিজ্ঞাপন

কিন্তু তাতেও সন্তুষ্ট নন ওয়াকারের এক সময়ের সতীর্থ ও পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়া। তিনি দাবি করেন জাতীয় টেলিভিশন চ্যানেলে এসে ক্ষমা চাইতে হবে ওয়াকারকে। ফেসবুকে একটি ভিডিও বার্তায় কানেরিয়া বলেন, ‘‘ওয়াকারের মন্তব্যে আমি হতাশ। তাঁর উচিত হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া। কারণ তিনি তাঁদের অনেকের আবেগের জায়গায় আঘাত করেছেন। যেহেতু ওয়াকার টিভি-তে ওই মন্তব্য করেছিলেন, এখন টিভি-তেই সবার সামনে তাঁর ক্ষমা চাওয়া উচিৎ।’’ 

পাকিস্তান দলের হয়ে হাতে গোনা কয়েকজন হিন্দু ক্রিকেটার খেলেছেন, তাঁদের মধ্যে দানিশ কানেরিয়া অন্যতম।

টিএন
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |