মাঠের ক্রিকেট যখন ক্রিকেটারদের পরিবারের ভেতর চলে আসে তখন সেটা আর ঘরোয়া ব্যাপার কিভাবে থাকে? প্রশ্নটা এলোমেলো মনে হলেও এমন কিছুই ঘটছে বাংলাদেশের ক্রিকেট মহলে। ক্রিকেটারদের দলাদলি, রাগ, অভিমানের চর্চাটা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এবার যোগ হয়েছে নতুন মাত্রা আর তা হলো পারিবারিক ভাবে শুরু হওয়া কোন্দল।
ব্যাপারটা নিয়ে আলোচনা করতে গেলে একটু প্রথম থেকে শুরু করতে হবে। বিশ্বকাপের আগে হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে এসে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেন বিশ্বকাপ থেকে। তখন থেকেই গুঞ্জন ওঠে দলে অন্তঃকোন্দলের। জানা যায়, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদই নাকি তামিমকে বিশ্বকাপ দলে রাখতে চাননি। তামিম সে আভাস পেয়েই আত্মসম্মান বাঁচাতে সরিয়ে নেন নিজেকে। কিন্তু এ ঘটনা স্বীকার করেনি কেউ। ''
তবে বিসিবি বস নাজমুল হাসান পাপন বিষয়টি আর চেপে রাখতে না পেরে মিডিয়ার কাছে বলে দেন, দলের ভেতর ঝামেলা ছিল। তামিম অভিমান করেই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
বিসিবি সভাপতি এও বলেন, আরও একজন ক্রিকেটারও বিশ্বকাপে নাকি যেতে চাননি তবে শেষ পর্যন্ত তিনি গিয়েছেন। গুঞ্জনে জানা যায়, সেই ক্রিকেটারের নাম মুশফিকুর রহিম। তার অভিমানটা ছিল টি-টোয়েন্টিতে তাকে কিপিং ছাড়াতে একপ্রকার বাধ্য করা। কোচ রাসেল ডমিঙ্গোর ইচ্ছায় নুরুল হাসান সোহানের সঙ্গে কিপিং ভাগাভাগি করতে বলায় মুশফিকের অপমানিত বোধ হয় আর এতেই তিনি নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন বিশ্বকাপ দল থেকে।
শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপে যান আর গিয়ে নতুন বিতর্কে পড়েন সমালোচকদের আয়নায় মুখ দেখতে বলায়। এসব কারণ-অকারণে সৃষ্টি হওয়া বিতর্কের ছাপ স্পষ্ট দলের পারফরম্যান্সে।
এবার ক্রিকেটারদের এসব বিতর্কে নতুন যোগ হয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের নাম। ফেসবুকে তিনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার কারণ জানতে চেয়ে ওই বিশ্বকাপের ওপেনার তামিম ইকবাল এবং অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে খোঁচা মারেন। কারণ সে বিশ্বকাপে দুজনেই কাটিয়েছেন খারাপ সময় অন্যদিকে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব।
চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। আর এটা যেনো দেশের ক্রিকেট অঙ্গনকে স্বস্তি দিচ্ছেন না। শিশিরের সেই স্ট্যাটাসের পরই ফেসবুকে একটি পোস্ট করেন মাশরাফী বিন মোর্ত্তজার ছোট ভাই মোরসালীন বিন মোর্ত্তজা। সেটা নিয়েও চলে নানা বিশ্লেষণ। কার উদ্দেশ্যে তিনি এই পোস্ট করলেন সেটা নিয়ে চলে আলোচনা। তিনি লিখেন, 'আমি একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমাকে জানতে হবে যে, সেই বিষয় নিয়ে কথা বলার মত জ্ঞান আমার আছে কি না।'
তবে অনেকের ধারনা এই পোস্ট শিশিরের উদ্দেশ্যে লেখা। অর্থাৎ, দলের কোন্দল এখন ছড়িয়ে পড়েছে ক্রিকেটারদের পরিবারে। বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ দল। এ সময় দলকে আরও ঐক্যবদ্ধ থাকা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বাংলাদেশ দলে অন্তঃকোন্দলের চিত্র এখন স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশের এখনো বাকি আরও তিনটি ম্যাচ । দেখার বিষয় এ নাটকের শেষ কোথায়।
টিএন/এসকে