উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শাখতার দনেতস্কের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে চ্যম্পিয়ন্স লিগে প্রথম ইউরোপিয়ান দল হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করে রেকর্ডবুকে নাম লেখালো দলটি।
বুধবার রাতে ঘরের মাঠে ১৪ তম মিনিটে বেনজেমার গোলে লিড পায় রিয়াল। তার করা এই গোলে ভর করেই রিয়ালের নাম উঠে যায় রেকর্ডবুকে। বর্তমানে স্প্যানিশ ক্লাবটির ইউরোপিয়ান গোলের সংখ্যা ১০০১।
অবশ্য বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরায় শাখতার। ম্যাচের ৩৯ মিনিটে শাখতারের ফার্নান্দো একটি গোল শোধ দেন। তাতে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল। তবে বিরতি থেকে ফিরে ৬১ মিনিটে ফের বেনজেমার গোলে ২-১ এ এগিয়ে যায় রিয়াল। এবার অবশ্য এই গোলটি আর শোধ দিতে পারেনি শাখতার।
এই জয়ে ৪ ম্যাচ থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে রিয়াল। আর একটি ম্যাচে জয় পেলেই তাদের নকআউট পর্ব নিশ্চিত হবে।
আরএ/এসকে