ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ঢাকায় জাতীয় দলের নতুন কোচ কাবরেরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ জানুয়ারি ২০২২ , ১১:১৯ পিএম


loading/img

ঢাকায় পৌঁছালেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা। সাবেক কোচ জেমি ডের স্থলাভিষিক্ত হবেন এ স্প্যানিশ কোচ।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় শনিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৮টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাভিয়ের কাবরেরার বহনকারী বিমানটি।

জানা গেছে, ঢাকায় পৌঁছে কোয়ারেন্টিন পর্ব পালন শেষে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সাক্ষাত করবেন কাবরেরা। 

বিজ্ঞাপন

ঢাকায় পৌঁছে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি অনেক খুশি। এবং নতুন দায়িত্ব নিতে অনুপ্রাণিত। খেলোয়াড় ও ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করতে চাই।’

সবশেষ লা লিগার দল দেপোর্তিভো আলাভেসের এলিট ফুটবল অ্যাকাডেমির কোচ হিসেবে কাজ করছেন তিনি। এর আগে নর্থ ভার্জিনিয়ার বার্সা অ্যাকাডেমির কোচ ছিলেন কাবরেরা।

৩৭ বছরের কাবরেরা ২০১৩-১৫ মৌসুমে স্পোর্টিং গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর ও সহকারী কোচ ছিলেন।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |