আইপিএলের নিলামে ৫ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ , ০২:৫৯ পিএম


আইপিএলের নিলামে ৫ বাংলাদেশি

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের প্লেয়ার্স ড্রাফটে জায়গা হয়েছে পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের। গত আসরগুলোতে নিয়মিত খেলা মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের জায়গা হয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপির ক্যাটাগরিতে।

বিজ্ঞাপন

সাকিব সবশেষ আসরে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, মোস্তাফিজুর রহমান খেলেছেন রাজস্থান রয়ালসে। আসন্ন আসরের আগে দুজনকেই রাখেনি পুরনো ফ্র্যাঞ্চাইজি।

সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান আছেন ২ কোটি রুপির ক্যাটাগরিতে। এছাড়া শরিফুল ইসলাম, লিটন দাস, তাসকিন আহমেদ রয়েছেন ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে নিলাম।

বিজ্ঞাপন

আসছে আসরে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্ট ও টিম আহমেদাবাদ যুক্ত হয়েছে। আইপিএলের ওয়েবসাইটে জানানো হয়েছে, ১ হাজার ২১৪ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছিলেন নিলামের জন্য। সেখান থেকে বাছাই করে ৫৯০ জনের চূড়ান্ত তালিকা করা হয়েছে নিলামের জন্য। ভারতের ৩৭০ ও বিদেশি খেলোয়াড় রয়েছে ২২০ জন।

নিলামের চূড়ান্ত তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র (১), স্কটল্যান্ড (২), নেপাল (১), নামিবিয়া (৩), জিম্বাবুয়ের (১) ক্রিকেটাররাও। তালিকায় সবচেয়ে বেশি ক্রিকেটার অস্ট্রেলিয়ার ৪৭ জন। এরপরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (৩৪) ও ইংল্যান্ড (৩)।

এম/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission