ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

প্যারাগুয়েকে উড়িয়ে জিতল ব্রাজিল

আরটিভি নিউজ

বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২ , ০৮:৩০ এএম


loading/img
ছবি : সংগৃহীত

এরই মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। সেই অর্থে জয়-হারে তেমন বড় ক্ষতি ছিল না, শুধু বাছাইপর্বে অপরাজেয় যাত্রাটা থেমে যেত।

বিজ্ঞাপন

প্যারাগুয়ের বিপক্ষে জিততে মরিয়া ছিল নেইমারহীন ব্রাজিল।আক্রমনাত্মক ফুটবলের প্রদর্শনী সাজিয়ে দিয়ে ৪-০ গোলে জিতল তারা।

আজ ( ২ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিটে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নিজেদের মাঠে প্যারাগুয়ের সঙ্গে খেলেছে ব্রাজিল। 

বিজ্ঞাপন

প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধেই গোল করেন রাফিনহা। এছাড়া ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে কৌতিনহো।

ম্যাচের ৯৩ সেকেন্ডেই গোল পেতে পারত ব্রাজিল। দলীয় আক্রমণ থেকে রাফিনহার গোল বাতিল করে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। বিরতির পর তার শটও প্যারাগুয়ের গোলপোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। যেখানে ব্রাজিলের আক্রমণভাগের দুই খেলোয়াড় ভিনিসিয়ুস ও ম্যাথিয়ুস কুনহাও গোলের সুযোগ পেয়েছিলেন।

নির্ধারিত সময়ের শেষ চার মিনিটে ব্রাজিলের করা দুটি গোলের শেষটি আবার রদ্রিগোর জন্য স্মরণীয়।

বিজ্ঞাপন

এর আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয়বঞ্চিত ছিল ব্রাজিল। ৩২ ফাউলের ম্যাচটি ১-১ গোল সমতায় শেষ হয়। গত বছরের জুনে ব্রাজিলের মাঠে ২-০ গোলে হেরেছিল ইকুয়েডর। নিজেদের ঘরের মাঠে সে হারের প্রতিশোধের সুযোগও আসে সালেসাওদের বিপক্ষে। 

২০১৫ সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে হারের মুখ দেখেছিল ব্রাজিল। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ৩০ ম্যাচ অপরাজিত সেলেসাওরা।

এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |