ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ওষুধের দাম বাড়ার সম্ভাবনা নেই : এনবিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১০ জুন ২০১৭ , ০৩:৪৫ পিএম


loading/img

নতুন ভ্যাট আইনের ফলে ওষুধ কিনতে ক্রেতাদের কোনো মূল্য সংযোজন কর দিতে হবে না। ফলে কোনো মেডিসিন পণ্যের দাম বাড়ার সম্ভাবনা নেই। জানালেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ২০১৭-২০১৮ অর্থবছরে ওষুধ খাতে ভ্যাট শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন ভ্যাট আইনের ফলে দেশের বাজারে ওষুধের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। কারণ নতুন আইনে আগের মতো শতকরা ১৫ ভাগ ভ্যাট উৎপাদক প্রতিষ্ঠানকেই দিতে হবে। ফলে গ্রাহকদের কোনো ভ্যাট দেয়ার দরকার হবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটের নতুন ভ্যাট আইনে সব ধরনের পণ্যের ওপর ১৫ শতাংশ মূ্ল্য সংযোজন কর আরোপের কথা বলা হয়েছে। ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

নতুন এ আইন কার্যকর হলে ওষুধ গ্রহিতাদের কোনো বাড়তি টাকা দিতে হবে না। কারণ এ ভ্যাট উৎপাদক প্রতিষ্ঠানকে দিতে হবে।

গোলটেবিল আলোচনায় আরো ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, সাবেক ভিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক রশীদ-ই মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন আবম ফারুক, অর্থনীতিবিদ ড. আহমেদ আল কবীর, ওষুধ শিল্প সমিতির সহ-সভাপতি এম মোসাদ্দেক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ডা. মোমেনুল হক, বিএমএ সদস্য ডা. জামালউদ্দিন চৌধুরী ও ইউনিমেড ইউনিহেলথের নির্বাহী পরিচালক নাজমুল হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |