বিশ্ব ক্রিকেটের বড় তারকা রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনারের ভক্ত ছড়িয়ে আছে গোটা বিশ্বে। বাংলাদেশেও যে তার অনেক ভক্ত রয়েছে সেটা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলে গত পাঁচ ম্যাচেই দেখা মিলেছে।
শনিবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শেষে উন্মুক্ত হয়ে যায় জৈব সুরক্ষা বলয়। ম্যাচ শেষে অনেকে নেমে পড়েন মাঠে। দেখা করার সুযোগ পান দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের সঙ্গে। তবে সবার মধ্যমণি ছিলেন রশিদ খান।
এসময় লক্ষ্য করা যায় বিশেষ চাহিদা সম্পন্ন এক তরুণকে মাঠের পাশে ঘোরাঘুরি করতে। ওই তরুণকে দেখে বিসিবির এক কর্মকর্তা কাছে গেলে জানায় প্রিয় তারকার সঙ্গে দেখা করার কথা।
আল আমিন নামের এই তরুণ ভক্ত জানান, রশিদ খানের অনেক বড় ভক্ত তিনি। পরে তাকে সুযোগ করে দেয়া হয় রশিদ খানের কাছে যেতে। সুযোগ পেয়ে আত্মহারা আল আমিন রশিদের দিকে ছুটে যান। এসময় রশিদকে আবদার করে একটি বলের কথা বলেন।
রশিদও তার আবদারে সাড়া দেন। ১৮ বছর বয়সী আমিনের ডান হাতের কব্জি কিছুটা বাঁকা, কথাও ঠিকভাবে বলতে পারেন না। হাতের ইশারায় রশিদকে যতটা বোঝাতে পেরেছেন তাতে রশিদও বুঝে নেন ভক্তের আবদার। ড্রেসিং রুম থেকে একটি বল এনে অটোগ্রাফ দিয়ে তুলে দেন আমিনের হাতে।
বল পেয়ে খুশিতে আত্মহারা আল আমিন অনেকক্ষণ ধরেই ঘোরের মধ্যে ছিলেন। রশিদরা মাঠ ছেড়ে গেলেও আল আমিন মাঠ ছাড়তে চাচ্ছিলেন না অনেকক্ষণ ধরেই।