ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বিপিএল ইস্যুতে সাকিবের সঙ্গে একমত নন পাপন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ০৫ মার্চ ২০২২ , ০৯:০৬ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অবস্থান কোথায়। ২০১২ সালে বিপিএল শুরুর পর থেকে সাতটি আসর অনুষ্ঠিত হলেও উন্নতি তো হয়নি বরং অবনতি হয়েছে। প্রতি আসরের আগে উন্নতির স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত আর বাস্তবে রূপ নেয় না।

বিজ্ঞাপন

তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বিপিএলকে বিশ্বের সেরা দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ বলে এসেছেন। অথচ বিপিএলের পরে এসে পাকিস্তান সুপার লিগ, ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ নিয়মিতই উন্নতি করছে সেটা স্পষ্ট।

অথচ আইপিএলের পরের বিপিএল আসলেও এর উপকারিতা খুব একটা পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট। বিপিএল ছাড়াও দেশের ক্রিকেটের সুপার স্টার সাকিব আল হাসান বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন নিয়মিত।

বিজ্ঞাপন

সম্প্রতি সাকিব আল হাসানকে জিজ্ঞেস করা হয়, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকা করলে বিপিএল কততে রাখবেন। এমন প্রশ্নে সাকিব বলেছেন, পাঁচ অথবা ছয়ে।

সাকিবের এমন মন্তব্যে স্বাভাবিক ভাবেই হতাশ হবার কথা বিসিবির কর্তাদের। হয়েছেও তেমনই। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকে সাকিবের মন্তব্য টেনে জিজ্ঞেস করা হয় বিপিএলকে কততে রাখবেন। সাকিব তো বেশ নিচেই রেখেছেন বিপিএলকে।

এমন প্রশ্নে পাপন একমত নন সাকিবের সঙ্গে। পাপন বলেছেন, “এটা অসম্ভব, এটা হতেই পারে না। সাকিব যেটা বলেছে সেটা তার ব্যক্তিগত মন্তব্য, সে বলতেই পারে।”

বিজ্ঞাপন

বিপিএলের অবস্থান জানাতে গিয়ে পাপন বলেছেন, ‘আমার মতে আইপিএল এবং বিগ ব্যাশের পরেই বিপিএলের অবস্থান। এ বিষয়ে কোন সন্দেহ নেই। তবে আমরা সর্বশেষ আসরটি (বঙ্গবন্ধু বিপিএল) করোনা কারণে জাকজমকপূর্ণ ভাবে করতে পারিনি। সে জন্য হয়তো আপনাদের কাছে এমন মনে হতে পারে।”

সবশেষ পাকিস্তান সুপার লিগ গত আসরগুলোর থেকে ৭১ ভাগ বেশি আয় করেছে আর্থিক ভাবে। তবে পাপন বলছেন পিএসএল বিপিএলের থেকে ভালো করতে পারেনি।

“পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর বিষয়ে তিনি বলেন, “করোনার কারণে আমরা দর্শক অনুমতি দিতে পারিনি। ওরা (পিএসএল) দিয়েছে, এ জন্যই এবার ওদেরটা বেশি হাইলাইটস হয়েছে। এছাড়া ওরা অনেক আগে থেকে করলেও আমাদের চেয়ে ভালো করতে পারেনি।”

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |