ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

ইতিহাসে ফখর জামান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ১৮ জুন ২০১৭ , ১১:২১ পিএম


loading/img

স্বপ্নের ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন ফখর জামান। সেঞ্চুরি করে মিনি বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্টের ইতিহাসে ঢুকে গেছেন তিনি। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে এ কৃতিত্ব দেখালেন ব্যাটিং বিস্ময়। শুধু তাই নয়, প্রথম পাকিস্তানি হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সেঞ্চুরির কীর্তিও গড়েছেন বাঁ-হাতি ওপেনার।

বিজ্ঞাপন

ফখর জামানের এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। রোববারের ফাইনালে ভারতের বিপক্ষে তিনি ১০৬ বলে ১১৪ রান করেন। তার ইনিংসটি ১২ চার ও ৩ ছক্কায় সাজানো।  

তবে ভারতের বিপক্ষে খেলতে নেমে প্রথমেই বিপদে পড়েন ফখর জামান। ব্যক্তিগত ৩ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েও বেঁচে যান আম্পায়ারের নো বল সংকেতে। এরপর এলোপাতাড়ি কয়েকটি শট খেলে দেন হাফ চান্স। কিন্ত তা লুফে নিতে পারেনি ভারত। পরে ঘুরে দাঁড়িয়ে রীতিমতো ভারতের বোলারদের ওপর তাণ্ডব চালান তিনি।

বিজ্ঞাপন

এমসি/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |