ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

‘চিকুনগুনিয়ার ঝুঁকিতে গ্রামাঞ্চলের মানুষও’

সোমবার, ০৩ জুলাই ২০১৭ , ০৭:৩৭ পিএম


loading/img

ঢাকা মহানগরীতে চিকুনগুনিয়ার প্রকোপ সীমিত হলেও গ্রামাঞ্চলের মানুষ এ রোগের ঝুঁকিতে রয়েছে। জানালেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এসএম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, এডিস এ্যাজিপতি ও এডিস এ্যালবোপিকটাস এই দুই প্রজাতির মশার কারণে চিকুনগুনিয়া রোগ হচ্ছে। গ্রামাঞ্চলে এডিস এ্যালবোপিকটাস মশার উপস্থিতি শহরের চেয়ে অনেক বেশি। দেশে চিকুনগুনিয়া রোগী প্রথম শনাক্ত হয় ২০০৮ সালে রাজশাহীর পবা উপজেলায়।

তিনি বলেন, চিকুনগুনিয়ার বিশেষ কোনো চিকিৎসা নেই। এ জন্য এ রোগের কারণ এডিস মশার প্রজনন স্থল নির্মুলে সবাইকে সচেতন হতে হবে।

বিজ্ঞাপন

আইইডিসিআর এর পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা বলেন, চলতি বছর জুন পর্যন্ত আমরা চিকুনগুনিয়ায় আক্রান্ত সন্দেহে ১৯৩০ জন রোগী পেয়েছি। চলতি বছর রাজধানীতে এ রোগের প্রকোপ দ্রুত বিস্তৃত হচ্ছে। এর বিস্তার রোধে এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থলগুলো নির্মূলে সচেতন হতে হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, চিকুনগুনিয়া রোগীকে পর্যাপ্ত পানি পান করা ও বিশ্রাম নিতে হবে। এ রোগে ল্যাবরেটরী টেস্টের প্রয়োজন নেই। কারণ কিছু উপসর্গ দেখেই এ রোগ চেনা যায়।

চিকুনগুনিয়ার উপসর্গের মধ্যে রয়েছে অতি মাত্রায় জ্বর, মাংসপেশী ব্যথা, মাথা ব্যথা, র‌্যাশ।

বিজ্ঞাপন

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |