মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান কাপের বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ফিফা র্যাংকিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা তুর্কেমিনিস্তানের বিপক্ষে ২০ বছর পর খেলতে নেমেছে জামাল ভূঁইয়ারা। জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমে ৬ মিনিটের মাথায় গোল হজম করতে হয় বাংলাদেশকে। শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে তুর্কেমিনিস্তান।
দেড় মিনিটেই তিনটি কর্নার আদায় করে তুর্কেমিনিস্তান। ৬ মিনিটের মাথায় চতুর্থ কর্নার পায় প্রতিপক্ষ। এবার আর সুযোগ হাতছাড়া করেনি, দুর্বল ডিসেন্সের সুযোগ নিয়ে গোলরক্ষক জিকোকে ফাঁকি দিয়ে গোল আদায় করে নেন আলতিমিরা।
১-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ দল উল্টো আক্রমণ শুরু করে। সেই আক্রমণ থেকে গোল ফিরিয়ে দিতে পেরেছে লাল-সবুজরা। ১১ মিনিট ৫৫ সেকেন্ডের মাথায় বিশ্বনাথের থ্রো থেকে ইবরাহিমের হেড থেকে গোল পায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ মিনিটের খেলা শেষ হয়েছে।