সারাদেশে চিকুনগুনিয়া জ্বর ও রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আক্রান্ত রোগীদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার এ বিষয়ে করা রিট আবেদনের শুনানির প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
এছাড়া যেসব মশা চিকুনগুনিয়া ছড়াচ্ছে তা ওষুধ প্রয়োগ করে কেন ধ্বংস করা হবে না, মশার বিস্তার রোধে আবর্জনা স্তুপ কেন ধ্বংস করা হবে না এবং এ রোগ রোধে জনসচেতনতা ব্যবস্থা কেন নেয়া হবে না তাও এই রুলে জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে আগামী তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও দেশের অন্যান্য আক্রান্ত অঞ্চলে চিকুনগুনিয়া জ্বর নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে গেলো ৪ জুলাই হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুজাউদ্দোলা আকন্দ। চিকুনগুনিয়া নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়।
আদালতে রিটকারী আইনজীবী সুজাউদ্দোলা আকন্দ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
সি/