গত মৌসুমে দোষ করে নতুন মৌসুমে এসে শাস্তি পেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। ফলে পুরোনো ক্লাব এভারটনে করা অপরাধের জন্য নতুন ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে এক ম্যাচে মাঠে নামতে পারবেন না এই ফরোয়ার্ড।
গত মৌসুমের মে মাসে প্রিমিয়ার লিগের ম্যাচে অবনমন ঠেকাতে চেলসির বিপক্ষে মাঠে নেমেছিল এভারটন। দলটির সামনে জয়ের বিকল্প ছিলো না কিছুই। চেলসির বিপক্ষে এভারটনকে সেই জয় এনে দেন ২৫ বছর বয়সী রিচার্লিসন।
তার একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় দেখে এভারটন। সেই ম্যাচে উচ্ছ্বসিত দর্শকরা আনন্দ করতে গ্যালারি থেকে মাঠে ফ্লেয়ার ছুড়ে মেরেছিল। গোল করার পর মাঠ থেকে ফ্লেয়ার নিয়ে গ্যালারির দিকে ছুঁড়ে মারেন রিচার্লিসন।
যা পরবর্তীতে বিতর্কের জন্মদিয়েছিল। এই ঘটনার জন্য রিচার্লিসনকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ২৫ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এছাড়াও এমন আচরণ ঠিক হয়নি বলে মেনে নিয়েছেন রিচার্লিসনও।