ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

পান্তের শতকে ভারতের কাছে সিরিজ খোয়ালো ইংলিশরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৮ জুলাই ২০২২ , ০৭:৫৩ এএম


loading/img
ছবি- ক্রিকইনফো

ভারত-ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে জয় দেখে। যার ফলে ম্যানচেস্টারে ১৭ জুলাইয়ের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ ছিল সিরিজ নির্ধারণী।

বিজ্ঞাপন

শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে সিরিজ জয়ের দিকে বেশ ভালোভাবেই এগিয়ে ছিল ইংলিশরা। তবে এরপরেই ঋষভ পান্ত বাধা হয়ে দাঁড়ান। আর তাতেই ওয়ানডে সিরিজ খুইয়ে বসলো ইংলিশরা।

ম্যানচেস্টারে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ২৫ বল আগেই ২৫৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। ২৬০ রানের জবাবে খেলতে নেমে পান্তের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকে ৫ উইকেট হাতে রেখে জয় পায় সফরকারী ভারত। সিরিজও জিতে নেয় ২-১ ব্যবধানে।

বিজ্ঞাপন

ম্যানচেস্টারে আগে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারের মধ্যে ১২ রানে ২ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ও জো রুট রানের খাতা খোলার আগেই মোহাম্মদ সিরাজের শিকার হয়ে মাঠ ছাড়েন।

তৃতীয় উইকেট জুটিতে ৫৪ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামলায় জেসন রয় এবং বেন স্টোকস। তবে দুইজনই ৮ রানের ব্যবধানে আউট হয়ে দলকে আবার বিপদে ফেলেন। রয় ৪১ এবং স্টোকস করেন ২৭ রান।

এরপর ইংলিশ অধিনায়ক জস বাটলার এবং মঈন আলী ৭৫ রানের জুটি গড়েন। মঈন ৩৪ রান করে ফেরেন। এরপর নামা কোনো ব্যাটসম্যানই ঠিক বড় রান করতে পারেননি। লিয়াম লিভিংস্টোন ২৭, ডেভিড উইলি ১৮ এবং ক্রেইগ ওভারটন ৩২ রান করেন।

বিজ্ঞাপন

অপরপ্রান্তে অধিনায়ক বাটলার করেন ৬০ রান। আর তাতেই ২৫৯ রানের পুঁজি পায় ইংলিশরা। হার্দিক পান্ডিয়া ৪টি এবং যুজবেন্দ্র চাহাল ৩ উইকেট শিকার করেন।

২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারের শঙ্কায় পড়ে ভারত। টপ অর্ডারে রোহিত শর্মা, বিরাট কোহলি দুইজনেই ১৭ রানে ফেরেন। পাঁচে নামা সূর্যকুমার করেন ১৬ রান। শুরুর ৪টির তিন উইকেটই শিকার করেন রিস টপলি।

তবে শুরুর ধাক্কা সামলিয়ে হার্দিক এবং পান্ত খেলায় ফেরায় ভারতকে। দুইজনে আগ্রাসী ব্যাটিংয়ে পঞ্চম উইকেট জুটিতে গড়েন ১৩৩ রানের। আর তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশরা।

হার্দিক ৫৫ বলে ১০ চারে ৭১ রান করে ফিরলেও পান্তের ব্যাটিং ভারতের জয় নিশ্চিত করে। পান্ত ১১৩ বলে ১৬ চার ও ২ ছয়ে প্রথম ওয়ানডে শতক হাঁকিয়ে ১২৫ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন। শুরুতে বিপদে পড়া ভারত শেষ পর্যন্ত ৪৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক হাঁকিয়ে ম্যাচ জেতানোয় ম্যাচসেরা হোন ঋষভ পান্ত। সিরিজে ১০০ রান ও ৬ উইকেট শিকার করে সিরিজ সেরা হোন হার্দিক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |