ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

হজ ফ্লাইট শুরু ২৪ জুলাই থেকে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭ , ০৩:৪৪ পিএম


loading/img

২০১৭ সালের হজ ফ্লাইট শুরু হচ্ছে ২৪ জুলাই থেকে, চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এর আগে ২২ জুলাই হজ ক্যাম্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, এ বছরের প্রথম হজ ফ্লাইটটি ২৪ জুলাই ৪১৯ হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে। এ বছর মোট ১৭৭টি ফ্লাইট হজযাত্রী বহন করবে। আর প্রথমবারের মতো মদিনায় সরাসরি হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

রাশেদ খান মেনন বলেন, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে করবেন। তাদের মধ্যে ৫০ শতাংশ সৌদি এয়ারলাইন্সে এবং বাকি যাত্রী বাংলাদেশ বিমানে যাবেন। এর মধ্যে ডেডিকেটেড ফ্লাইট ১৪৪টি এবং শিডিউল ফ্লাইট ৩৩টি।

হজ পালন শেষে জেদ্দা থেকে প্রথম ফ্লাইট ৬ সেপ্টেম্বর এবং সবশেষ ফ্লাইট ৫ অক্টোবর বাংলাদেশে আসবে। হজযাত্রীদের নিয়ে ১৬৯টি ফ্লাইট ঢাকায় আসবে। এর মধ্যে ডেডিকেটেড ফ্লাইট ১৩৯টি এবং শিডিউল ফ্লাইট ৩৩টি।

মন্ত্রী বলেন, হজ কার্যক্রম ঠিকভাবে পরিচালনা জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসকে দরকারি নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া কেউ টিকিট সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

 

 

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |