ঘরের মাঠে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে এই মাইলফলক ছুঁয়েছেন ৪০ বছর বয়সী এই পেসার।
এই রেকর্ড গড়তে অ্যান্ডারসন অনেক আগেই পেছনে ফেলেছেন ঘরের মাঠে ৯৪ টেস্ট খেলা শচীন টেন্ডুলকারকে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার ২০০টি টেস্টের ৯৪টি খেলেছিলেন দেশের মাঠে। এই তালিকায় থাকা রিকিপন্টিং খেলেছেন ৯২টি, স্টুয়ার্ট ব্রড রয়েছেন অ্যান্ডারসনকে ছোঁয়ার দৌড়ে। তিনি এখন পর্যন্ত খেলেছেন ৯১টি টেস্ট। আরেক সাবেক ইংলিশ তারকা ব্যাটার অ্যালিস্টার কুক খেলেন ৮৯টি টেস্ট।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৭২ জন খেলোয়াড় ১০০ টিরও বেশি টেস্ট খেলেছেন। সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে অ্যান্ডারসন রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। এক নম্বরে থাকা শচীন টেন্ডুলকার অবসর নেন ২০০টি টেস্ট খেলে। অ্যান্ডারসন এখন পর্যন্ত ১৭৪টি টেস্ট খেলেছেন।
টেস্ট ক্রিকেটে ৬৫০ উইকেট পাওয়া তৃতীয় বোলারও অ্যান্ডারসন। আর এই মাইলফলক স্পর্শ করেন ১৭৪তম টেস্টে। এখন পর্যন্ত ৬৬১টি টেস্ট উইকেটের মধ্যে অ্যান্ডারসন ঘরের মাঠে নিয়েছেন ৪২৩টি উইকেট। এর মধ্যে ২৪ বার নিয়েছেন ৫টি করে উইকেট। দেশের বাইরে ২১৬টি উইকেট ছাড়াও নিরপেক্ষ ভেন্যুতে ছয়টি টেস্টে নেন ২২ উইকেট।