আন্তর্জাতিক ওয়ানডেকে একদিন আগেই বিদায় বলে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল ফিঞ্চের জন্য বিদায়ী মঞ্চ। নিজের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচেও ব্যাট হাসলো না অজি অধিনায়কের।
নিজের ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে মাত্র ৫ রান করে টিম সাউদির বলে বোল্ড হয়ে ফিরেছেন ফিঞ্চ। অধিনায়কের বিদায়ের দিনে শতক পেয়েছেন দলটির অন্যতম সেরা তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। প্রায় দুই বছর পর এই ফরম্যাটে শতকের দেখা পেলেন এই ব্যাটসম্যান।
কেয়ার্নসে এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৭ রান করেছে অস্ট্রেলিয়া। স্মিথের শতক ছাড়া ফিফটি পেয়েছেন মার্নাস লাবুশেন। স্মিথ ১৩১ বলে ১১ চার ও ১ ছয়ে ১০৫ রান করেছেন। এটি এই ক্রিকেটারের দ্বাদশ ওয়ানডে শতক।
লাবুশেন খেলেছেন ৫২ রানের ইনিংস। যেখানে বাউন্ডারি বলতে চারের মার কেবল দুটি। এছাড়া অ্যালেক্স ক্যারে করেন ৪২ রান। শেষদিকে ক্যামেরুন গ্রিনের ১২ বলে ২টি করে চার-ছয়ে অপরাজিত ২৫ রানের পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল করেন ৮ বলে ১৪ রানে লড়াকু পুঁজি পায় অজিরা।
হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচ জিততেই হবে নিউজিল্যান্ডকে।