কাতার বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে রোববার (২০ নভেম্বর) রাত ৮টায়। এ মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। শুধু কাতার নয় জাতিসংঘের সদস্য ভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা। পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ব্রাজিল ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এ দেশের সমর্থকরা।
বাংলাদেশে ফুটবল ভক্তদের একটা বিরাট অংশ বিশ্বকাপের সময় হয় ব্রাজিল নয় আর্জেন্টিনাকে সমর্থন করে। তারই প্রতিফলন দেখা যায় বাড়ি বাড়ি ওড়ানো পতাকা বা ভক্তদের গায়ে পরা জার্সিতে। জার্সির পাশাপাশি জমে উঠে পতাকা তৈরির ব্যবসাও। খেলা দেখার জন্য বুঁদ হয়ে আছেন দেশের কোটি ফুটবল অনুরাগী।
কোন টিভিতে কোন ম্যাচ দেখাবে, তা নিয়ে আগ্রহের কমতি নেই তাদের। এবার অবসান হচ্ছে দর্শকদের সেই অপেক্ষা। কাতার বিশ্বকাপ-২০২২ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। উদ্বোধনী অনুষ্ঠানসহ বিশ্বকাপ ফুটবল লড়াইয়ের সবগুলো ম্যাচ সরাসরি দেখা যাবে জাতীয় এ চ্যানেলটিতে। থাকছে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে খেলা-সংক্রান্ত বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানও। এমনটিই জানিয়েছে বিটিভির অনুষ্ঠান বিভাগ।