ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

দোহার আকাশে আতশবাজির ঝলকানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২০ নভেম্বর ২০২২ , ০৩:২২ পিএম


loading/img

অনন্য আতশবাজিতে ফুটবল ভক্তদের স্বাগত জানিয়ে, ইতিহাস গড়ার ইঙ্গিত দিলো কাতার। 

বিজ্ঞাপন

শনিবার রাতে ফুটবলপ্রেমীদের স্বাগত জানাতে দোহার আকাশে ছিল আতশবাজির ঝলকানি। মরুভূমির নিকষ আধার আকাশে ভেসে উঠল, কাতারে স্বাগত জানানোর বাণী। আলোকিত ড্রোনের সম্ভাষণ দোলা দিল, দোহায় জড়ো হওয়া লাখো ফুটবল ভক্তকে।

পারস্য উপসাগরের শান্ত কূলে, উষ্ণ সম্ভাষণের পর আতশবাজির কারসাজিতে, চমকিত হলো পুরো বিশ্ব। দোহার গগনচুম্বী অট্টালিকা পেরিয়ে, বর্ণিল আভা ছড়িয়ে আতশবাজিগুলোর আকাশে মিলিয়ে যাওয়া যেন, ইতিহাস রচনার পূর্বাভাস। ব্যতিক্রমী এমন আলোর ঝলকানি আগে দেখা যায়নি।

বিজ্ঞাপন

এদিকে দোহায় যখন বিমোহিত হচ্ছিলেন দর্শকরা, তখন মাদ্রিদে চলছিল কাতারকে লালকার্ড দেখানোর মহরত। অভিবাসী শ্রমিকদের প্রতি বৈরী আচরণের প্রতিবাদে, স্প্যানিশ অ্যাক্টিভিস্টরা সমালোচনায় মত্ত হন, কাতার কর্তৃপক্ষের।

এ প্রসঙ্গে আর্জেন্টাইন ফুটবলভক্ত মাইর্তন বাচিল জানালেন, আতশবাজি আশ্চর্যজনক ছিল; আমি এই আতশবাজি কখনো দেখিনি। আমি এই রকম ২৫টি ইভেন্টে ছিলাম, দ্য প্লেয়ার্স, অগাস্টা মাস্টার্স, ওপেন চ্যাম্পিয়নশিপ এবং আমি রিও এবং টোকিওতে অলিম্পিক গেমসে ছিলাম, সর্বশেষ রাশিয়ায় বিশ্বকাপেও। কিন্তু আমি পৃথিবীর কোনো জায়গায় এই আতশবাজি দেখিনি।

শুধু আতশবাজি বা ব্যতিক্রমী নানা আয়োজনই না, মাঠের লড়াইতেও বুদ হতে, কাতারের দিকে তাকিয়ে পুরো বিশ্ব।

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |