ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিশ্বকাপ থেকে অশ্রুসিক্ত বিদায় রোনালদোর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ , ১১:৫৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বয়সটা ৩৭, তাই কাতারে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এসেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু গ্রুপ পর্বের ম্যাচে শুরুর একাদশে থাকলেও, নকআউট পর্বে শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালেও রোনালদোর জায়গা হয় সাইডবেঞ্চে। এই তারকাকে ছাড়া আগের ম্যাচে সুইজারল্যান্ডকে উড়িয়ে দিলেও এবার আফ্রিকার সিংহ মরক্কোর কাছে হেরে গেল পর্তুগিজরা। ফলে নিজের শেষ বিশ্বকাপে অশ্রুসিক্ত চোখে বিদায় নিতে হলো পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকাকে।  

বিজ্ঞাপন

শনিবার (১০ ডিসেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছিল পর্তুগাল। কিন্তু ম্যাচের ৪২তম মিনিটে ইউসেফ এন-নাসেরির হেড থেকে দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় মরক্কো। দলের পিছিয়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিলেন না সিআর৭। 

ফলে দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে কোচ ফার্নান্দো সান্তোস রোনালদোকে মাঠে নামান। কিন্তু পর্তুগালের একের পর এক আক্রমণ প্রতিহত করে শেষ পর্যন্ত ইতিহাস গড়ে আফ্রিকান দলটি। প্রথম আফ্রিকান দেশ হিসেবে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলো আটলাস লায়ন্সরা। যার কারণে চোখের জলে বিদায় নিলেন রোনালদো।.

বিজ্ঞাপন

আরও পড়ুন- বিদায় রোনালদো, ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

২০১৬ সালে পর্তুগালকে ইউরো জেতানো রোনালদো নিজের পঞ্চম বিশ্বকাপে অনেক আশা নিয়ে এসেছিলেন। দলে প্রতিভাবান ফুটবলারে পরিপূর্ণ হওয়ায় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু মাঠের বাইরের নানা বিতর্ক ও মাঠে ঠিকভাবে নিজেকে মেলে ধরার সুযোগ না পেয়ে বিদায় নিলেন রোনালদো।

রোনালদো তার ক্যারিয়ারে মোট ৫টি বিশ্বকাপে ২২টি ম্যাচে পর্তুগালকে প্রতিনিধিত্ব করেছেন। যেখানে ৮টি গোলও করেছেন এই স্ট্রাইকার। তবে বয়সের ভারের সাথে সাথে সোনালি ট্রফি জয়ের জন্য সবকিছুই যেন নিমিষেই মাটিতে মিশে গেল। 

বিজ্ঞাপন

আগামী ২০২৬ বিশ্বকাপের সময় রোনালদোর বয়স হবে ৪১ বছর। এই বয়সে স্বাভাবিকভাবে কোনো ফুটবলার বিশ্বকাপে খেলেন না। কিন্তু ফিটনেসের ওপর আলাদা নজর দেওয়া এই তারকা যদি চান তাহলে অসম্ভব নয় কিছুই।

আরও পড়ুন- ঐতিহাসিক জয়ের পর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাল মরক্কো

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |