ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রাম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে ভারত 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ , ০৯:০৬ এএম


loading/img
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে ভারতের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামছে বাংলাদেশ। বুধবার (১৪ ডিসেম্বর) প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াডে নেই টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার পরিবর্তে ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন জাকির হাসান। এই ম্যাচের মধ্য দিয়েই টেস্টে তার অভিষেক হতে যাচ্ছে।

মিডল অর্ডারে আছেন অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। দলের উইকেট কিপিং ভার পড়ছে নুরুল হাসান সোহানের ওপর। দলে তিন স্পিনার রাখায় সাকিবের সঙ্গে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। আর পেসার তাসকিন আহমেদ ফিট না হওয়ায় একাদশে দুই পেসার খালেদ আহমেদ ও এবাদত হোসেন সুযোগ পেয়েছেন। 

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলি রাব্বি, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান (উইকেট-কিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।

ভারতীয় একাদশ : লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |