ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ক্রিকেট খেলায় বাজি ধরায় গ্রেপ্তার ৩

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৪ আগস্ট ২০১৭ , ০২:১০ পিএম


loading/img

তামিল নাড়ু প্রিমিয়ার লিগ চলাকালে বাজি ধরার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তাদের মধ্যে একজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাজি ধরার অভিযোগে অভিযুক্ত কুখ্যাত বাজিকরের ভাই।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন বিনোদ শর্মা, বিকাশ চৌধুরী ও মুকেশ আগারওয়াল।

ডিসিপি (অপরাধ) মধুর ভার্মা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ইন্সপেক্টর রিতেশ শর্মার নেতৃত্বে এক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা তখন একটি ম্যাচ নিয়ে বাজি ধরায় ব্যস্ত ছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১৩টি মোবাইল ফোন, দু’টি ল্যাপটপ, তিনটি এলসিডিএস ও টিভি সেট আটক করা হয়েছে। লিগের কারাইকুদি ও রুবির ম্যাচ ঘিরে এ বাজি ধরা হচ্ছিল। সব মিলিয়ে বাজির পরিমাণ ছিল প্রায় ৪ কোটি রুপি।

পুলিশ জানিয়েছে, বাজিকররা বেটিং সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্ট ও রেকর্ড নিয়ন্ত্রণ করে। এতে এক বছরের তথ্য আছে। পাশাপাশি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে তারা কাস্টমার নিয়ন্ত্রণ করে থাকে।

পুলিশ বলছে, বিনোদ শর্মা মুকেশ শর্মা নামে কুখ্যাত বাজিকরের ভাই। যুক্তরাজ্য-ভিত্তিক বেটিং ওয়েবসাইট পরিচালনার অভিযোগে ২০১৫ সালে মুকেশকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইপিএল ম্যাচ নিয়ে বাজি ধরার অভিযোগও আছে।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |