ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ইংল্যান্ড সিরিজেই নতুন কোচ পাবেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ , ১০:১৩ এএম


loading/img
ফাইল ছবি

রাসেল ডমিঙ্গোর পদত্যাগের পর কোচবিহীন হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে শিগগিরই টাইগারদের এই খরা কাটছে। জানা গেছে, ইংল্যান্ড সিরিজের আগেই নতুন কোচ পেতে চলেছেন সাকিবরা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান মোহাম্মদ জালাল ইউনুস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে তাদের মধ্যেই কেউ একজন হয়তো ইংল্যান্ড সিরিজের আগে দায়িত্ব নেবে। এখন ফাইনাল না হওয়া পর্যন্ত নাম উল্লেখ করতে চাচ্ছি না। আগে ফাইনাল হোক, তারপর ডিসক্লোজ করবে। হয়তো দুজন কোচকে দেখা যাবে।

বিজ্ঞাপন

এ ছাড়া রাসেল ডমিঙ্গোর পদত্যাগ নিয়ে জালাল ইউনুস জানান, তিনি পদত্যাগ করেছেন, এটা ঠিক আছে। তবে পদত্যাগের কোনো কারণ দেখাননি। তিনি বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন, বোর্ড তাকে যে সাপোর্ট দিয়েছে এর জন্য। এখন চুক্তি অনুযায়ী তার সঙ্গে সব ক্লোজ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |