ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তান ক্রিকেটকে বদলাতে চান আফ্রিদি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ , ০১:০১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ বড়সড় পরিবর্তন আসছে দেশটির ক্রিকেটে। গত ২৪ ডিসেম্বর সংস্থাটির দায়িত্ব নেন আফ্রিদি। তার (আফ্রিদি) নির্বাচনি প্যানেলে আরও যুক্ত হন রাও ইফতেখার ও আব্দুর রাজ্জাক। 

বিজ্ঞাপন

দায়িত্ব নিয়ে টেস্ট দলে পরিবর্তন আনেন আফ্রিদি। টেস্ট একাদশ থেকে বাদ দেন মোহাম্মদ রিজওয়ানকে। পাকিস্তানের উইকেট-রক্ষক ব্যাটার সরফরাজ আহমেদকে দলে ভিড়িয়েছেন তিনি।

এরপর থেকেই একের পর এক পরিবর্তনের আভাস দিচ্ছেন আফ্রিদি। তার দাবি, পাকিস্তানের ক্রিকেটকে ঢেলে সাজাতে চান। এজন্য অন্য ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুসরণ করতেও আগ্রহী তিনি।

বিজ্ঞাপন

গণমাধ্যমে আফ্রিদি বলেন, আমার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের দুটো দল তৈরি করতে চাই আমি। বেঞ্চের শক্তি বৃদ্ধিই  মূল লক্ষ্য।

সাবেক এ অলরাউন্ডার বলেন, আমার মনে হয়, পূর্বে যোগাযোগের একটা অভাব ছিল। খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে, আমার এটাই মনে হয়েছে। ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকদের নিয়মিত ও সরাসরি যোগাযোগ থাকা দরকার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |