পাকিস্তান ক্রিকেটে এখন টালমাটাল অবস্থা বিরাজ করছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজাকে সরিয়ে দেওয়ার পর দায়িত্ব দেওয়া হয়েছে নাজাম শেঠিকে। এরপর থেকেই নতুন বোর্ডের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেই যাচ্ছেন দেশটির সাবেক তারকা এই ক্রিকেটার।
এবার তো বর্তমান বোর্ডের বিপক্ষে রীতিমতো বোমা ফাটালেন রমিজ রাজা। পিসিবিতে দায়িত্বে থাকাকালীন নাকি খুনের হুমকিও পেয়েছিলেন তিনি। এমনকি জনপ্রিয় এই ধারাভাষ্যকারকে জোর করে বোর্ড থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন রমিজ।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমের সঙ্গে এসব নিয়ে মুখ খুলেছেন বিশ্বকাপজয়ী এই তারকা ক্রিকেটার। রমিজ বলেন, ‘আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সে কারণেই আমি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতাম। নিজের জন্য সেই গাড়ি কিনিনি। এখনও সেই গাড়ি পাকিস্তান ক্রিকেট বোর্ডের দপ্তরে রয়েছে।’
কে বা কারা হুমকি দিয়েছিলেন, রমিজকে সে বিষয়ে প্রশ্ন করা হলে মুখ খুলতে রাজি হননি সাবেক পিসিবি প্রধান। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে বেশি কিছু বলতে পারব না। শুধু এটুকুই বলব যে, ২০২২ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়া যখন আমাদের দেশে খেলতে এসেছিল তখন আমি হুমকি পেয়েছিলাম।’
বুলেটপ্রুফ গাড়ির প্রসঙ্গে রমিজ আরও বলেন, ‘আমি থানায় অভিযোগ করেছিলাম। পুলিশের ডিআইজি আমার বাড়িতে এসেছিলেন। তারপরই আমাকে বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হয়েছিল। না হলে কেন দেবে? নাজাম (বোর্ডের নতুন চেয়ারম্যান) চাইলে এখন সেটা ব্যবহার করতেই পারে।’
পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইমরান খান দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর পিসিবির দায়িত্ব পেয়েছিলেন রমিজ রাজা। কিন্তু ইমরানকে ক্ষমতা থেকে হটিয়ে শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পরও বেশ কিছুদিন দায়িত্বে ছিলেন রমিজ। কিন্তু হুট করেই এক নোটিশে সরিয়ে দেওয়া হয় রমিজকে।
রমিজ দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে বোর্ডের বর্তমান প্যানেলকে দুষছেন। তিনি বলেন, ‘আগে থেকে আমাকে কিছুই জানানো হয়নি। হঠাৎ ১০-১২ জন আমার ঘরে ঢুকে ধাক্কা মেরে বের করে দেয়। আমার জিনিসপত্রও নিতে দেওয়া হয়নি।’
এদিকে পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে নাজাম শেঠিও রমিজ ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তারা দুজনে মিলে নাকি দেশের ক্রিকেটকে শেষ করে দিয়েছেন। এজন্য সব শূন্য থেকে শুরু করতে হচ্ছে। এমনকি রাতে ঘুমাতেও পারছেন না বলে জানিয়েছেন নাজম।