• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বিশ্বকাপের সুপার সিক্সে টাইগ্রেসদের প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৩, ১৮:৫৩
বিশ্বকাপের সুপার সিক্সে টাইগ্রেসদের প্রতিপক্ষ যারা
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে স্বপ্নের মতো সময় কাটছে বাংলাদেশের মেয়েদের। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সে জায়গা করে নিয়েছে দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

প্রথমবারের মতো অনুষ্ঠিত নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিনব কিছু নিয়ম চালু করেছে আইসিসি। যেখানে চারটি গ্রুপ থেকে উত্তীর্ণ ১২টি দলকে সুপার সিক্সে দুটি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে।

বাংলাদেশ দল ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় ‘ডি’ গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় হওয়া দুই দল দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে। অন্যদিকে, ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় হওয়া অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এ দুই গ্রুপের ছয় দলকে নিয়ে করা হয়েছে ‘গ্রুপ ওয়ান’।

আরও পড়ুন- আইপিএলের নিলামে বাংলাদেশের ৮ নারী ক্রিকেটার

একইভাবে বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে ‘সি’ দুই ও তিন নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের। আর ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড লড়বে পাকিস্তান ও রুয়ান্ডার বিপক্ষে।

সুপার সিক্সের প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। এরপর গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনালে। সেখানে বিজয়ী দুই দল শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। একই প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছিল টাইগ্রেসরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ
নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নাইজেরিয়ার ইতিহাস
নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের