ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

অল্পের জন্য রক্ষা পেলেন মোহামেডানের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ , ১০:৩৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা।

বিজ্ঞাপন

সোমবার (৩০ জানুয়ারি) ফেডারেশন কাপের ম্যাচ খেলতে ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন তারা। পথে বিকটশব্দে বাসের সামনের চাকা ফেটে যায়। এ সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো দুর্ঘটনা ছাড়াই রক্ষা পান খেলোয়াড়রা।

ক্লাবটির কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, পদ্মা সেতু পার হয়ে খেলোয়াড়দের বহনকারী বাস যখন ভাঙ্গা অতিক্রম করছিল, তখন হঠাৎ সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে সবার মধ্যে আতঙ্ক তৈরি হলেও কোনো দুর্ঘটনা ঘটেনি। সবাই সুস্থ রয়েছেন। পরে চাকা পরিবর্তন করে বাস গোপালগঞ্জে পৌঁছায়।

বিজ্ঞাপন

ফেডারেশন কাপের ম্যাচ খেলার জন্য এরই মধ্যে গোপালগঞ্জে অবস্থান করছে প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |