ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

এমিরেটসকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল দুবাই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:১৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আইএল টি-টোয়েন্টিতে লিগ পর্বের শেষ ম্যাচে এমআই এমিরেটসকে হারালো দুবাই ক্যাপিটালস। চার নম্বরে থেকে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখল তারা, এখন গালফ জায়ান্টসের কাছে শারজা ওয়ারিয়ার্সের হারের অপেক্ষা।

বিজ্ঞাপন

দাসুন শানাকা ও সিকান্দার রাজার হাফ সেঞ্চুরি এবং শতাধিক রানের অবিচ্ছিন্ন জুটিতে দুবাই জিতেছে ৭ উইকেটে। ১৬৭ রানের লক্ষ্যে নেমে সপ্তম ওভারে রান তাড়ায় বড় ধাক্কা খেয়েছিল তারা। জহির খান ফেরান জর্জ মুনসি (১৪) ও রভম্যান পাওয়েলকে (০)। ওই ওভারে তৃতীয় উইকেট পেতে পারতেন এমিরেটসের এই বোলার। স্লিপে রাজার ক্যাচ ফসকে যায় এবং একটি এলবিডব্লিউ রিভিউ নেয়নি দল।

তারপর স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে গেছেন দুজন। তাদের অপরাজিত ১২২ রানের জুটিতে ১৯তম ওভারের প্রথম বলে জয় নিশ্চিত করে দুবাই। শানাকা ৩৬ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন। রাজা সমান বল খেলে চারটি করে চার ও ছয়ে ৫৬ রানে অপরাজিত ছিলেন। ৩ উইকেটে ১৬৬ রান করে দুবাই।

বিজ্ঞাপন

আগে ব্যাট করতে নেমে শুরু ও শেষের ওভারে জোড়া আঘাতের শিকার হয় এমিরেটস। জেক বল ইনিংসের দ্বিতীয় ওভারে আন্দ্রে ফ্লেচার ও বাস ডি লিডকে ফেরান। শেষের ওভারে জর্ডান থম্পসনকে নিজের তৃতীয় শিকার বানান বল। শেষ বলে ক্রেইগ ওভারটন রান আউটের শিকার।

এমিরেটসের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান। ৩১ রান করেন মোহাম্মদ ওয়াসিম ও ড্যান মুসলি। ৭ উইকেটে ১৬৪ রান করে দলটি।

হেরেও ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানটি পাকা করেছে এমিরেটস। ৯ পয়েন্ট নিয়ে চারে দুবাই। শারজা শেষ ম্যাচ খেলবে ৭ পয়েন্ট নিয়ে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |