মুস্তাফিজুর এখন আমাদের। আগে তো সাকিব বহুবার খেলেছে কেকেআরে। সাকিব আইপিএল উইনিং টিমে ছিল। মুস্তাফিজুরও মনে হয় উইনিং টিমে থেকেছে, সানরাইজার্সের হয়ে। সেটাই বলি, তোমাদের এখানে এত প্রতিভা, তারা যখন অন্য দেশে যায়, অন্য দলে খেলে, সেখানেও পারফরম্যান্স করে। তাদেরকে আইপিএলের স্টার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
আগামী ৩১ মার্চ শুরু হবে আইপিএলের নতুন মৌসুম। এবার বাংলাদেশের তিন ক্রিকেটার খেলবেন আইপিএলে। তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং লিটন কুমার দাস। এদের মাঝে মুস্তাফিজকে তো ‘নিজেদের’ বলে আন্তরিকতা দেখিয়েছে সৌরভ।
এবার সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন। এই দলের হয়েই খেলবেন বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজ।
সৌরভ বাংলাদেশি খেলোয়াড়দের প্রশংসা করতে গিয়ে বলেন, আমি খবর রাখি, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের উন্নতি দেখে সব সময় ভালো লাগে বলে ঘোষণা দেন।